WhatsApp অ্যাপে Custom Wallpaper সেট কোরবেন যেভাবে

How to set Custom Wallpaper in WhatsApp app

WhatsApp এর Custom wallpaper নিয়ে আজকের এই পোস্ট। WhatsApp অ্যাপ এর কাস্টম অয়ালপেপার সম্পর্কে আপনারা অনেকেই জানেন না, আমরা অনেকেই WhatsApp ব্যবহার করে থাকি কিন্ত হোয়াটসঅ্যাপের কিছু কিছু অপশন ব্যবহার করার সম্পর্কে আমরা জানিনা। হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের অপশন বা সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলোর মধ্য থেকে WhatsApp এর কাস্টম ওয়ালপেপার অপশনটি দারুন একটি অপশন। আমরা যখন WhatsApp অ্যাপ এ কারো সাথে চ্যাট করি তখন Default ভাবে হোয়াটসঅ্যাপের একটি ওয়ালপেপার শো করে WhatsApp অ্যাপ এর ভেতর। তবে চাইলে আপনি আপনার ইচ্ছামতো করে WhatsApp এর ডিফল্ট কয়েকটি ওয়ালপেপার সেট করতে পারেন, WhatsApp অ্যাপের ভিতর ডিফল্ট কিছু ওয়ালপেপার আছে যেগুলো দেখতে আরো সুন্দর আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি ইউজ করতে পারেন। এছাড়াও রয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাপের ভিতরে কাস্টম ওয়েলপেপার সেট করার বা ব্যবহার করার সুবিধা।

WhatsApp অ্যাপ এর ভিতর বিভিন্ন মানুষের সাথে আমরা চ্যাটিং করে থাকি, তবে হোয়াটসঅ্যাপের ভিতরে এমন কিছু মানুষের সাথে আমরা কথা বলে থাকি যারা কিনা আমাদের খুবই ঘনিষ্ঠ মানুষ বা প্রিয় মানুষ। এবার চাইলে আপনার ঘনিষ্ঠ মানুষ অথবা প্রিয় মানুষের ছবি বা ফটো আপনার হোয়াটসঅ্যাপের কাস্টম অয়েল পেপার হিসেবে সেট করতে পারবেন। এটি সেট করতে পারবেন নির্দিষ্ট কোন একটি আইডিতে বা নির্দিষ্ট কোন একটি চ্যাট লিস্টে। এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফ্রেন্ডের চ্যাট লিস্টের ভিতরে কাস্টম ওয়ালপেপার সেট করতে পারবেন।

তবে হোয়াটসঅ্যাপের আরেকটি অপশন রয়েছে কাস্টম ওয়ালপেপার সেট করা নিয়ে, আর সেটা হলো আপনি যেকোনো একটি পিকচার বা ছবি হোয়াটসঅ্যাপের কাস্টম ওয়ালপেপার হিসেবে সেট করতে পারবেন সেটা হোয়াটসঅ্যাপের সকল চ্যাট লিস্টের ওয়ালপেপার হিসেবে দেখা যাবে। প্রিয় পাঠকগণ কিভাবে আপনারা WhatsApp অ্যাপে WhatsApp custom wallpaper Add করবেন চলুন সেটা আমরা এখন জেনে নেই। আর এই পুরো বিষয়টি জানার জন্য আমাদের এই পোস্টের নিচের দিকের আর্টিকেলগুলো মনোযোগ দিয়ে পড়ে নিন।

WhatsApp custom wallpaper Set করার জন্য বার Add করার জন্য সর্বপ্রথম আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এরপরে চ্যাট লিস্ট থেকে আপনি যার আইডিতে WhatsApp এর কাস্টম ওয়ালপেপার সেট করতে চান তার আইডিতে ক্লিক করুন। ক্লিক করলে উপরের দিকে ডানপাশে থ্রি ডট দেখতে পাবেন সেখানে ক্লিক কোরবেন।

থ্রি ডট এ ক্লিক করার পর এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পারবেন, এবার এখান থেকে Wallpaper নামের একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ এখানে দেখতে পারবেন এখান থেকে কাস্টম ওয়ালপেপার সেট করতে পারবেন, এখান থেকে Default ওয়ালপেপার থাকবে চাইলে আপনারা সেগুলো কেও ব্যবহার করতে পারেন আবার আপনার ইচ্ছেমতো গ্যালারি থেকেও ব্যবহার করতে পারেন।

গ্যালারি থেকে হোয়াটসঅ্যাপের Custom wallpaper সেট করার জন্য Custom wallpaper পেজের মধ্যে My photos নামের একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন। মাই ফটোস অপশনে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি Open হবে গ্যালারি থেকে আপনি যে পিকচার বা যে ছবিটা কে আপনি সেট করতে চান সেটা সিলেক্ট করে নিবেন। এরপরে এখান থেকে সেট করে নিলেই WhatsApp এর কাস্টম অয়েলপেপার টি Add করা বা Set করা হয়ে যাবে।

এছাড়া হোয়াটসঅ্যাপ অ্যাপের ভিতর সকল চ্যাট লিস্টে যদি আপনি কাস্টমস ওয়ালপেপার সেট করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাপের সেটিংস অপশনে চলে যান। WhatsApp এর সেটিংস অপশন এসে এখানে Chats নামের একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন। এর পর এখান থেকে আবারো Wallpaper নামের একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন।

এরপরে WhatsApp অ্যাপেল নতুন একটি পেজ এখানে দেখতে পারবেন, এবার এই পেজের মধ্য থেকে Change নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন। চেঞ্জ অপশনে ক্লিক করলে আগের নিয়মেই আপনারা এখান থেকে কাস্টমস ওয়ালপেপার সেট করার অপশন পেয়ে যাবেন, এখান থেকে Default ওয়ালপেপার গুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও My photos অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপনার ইচ্ছামত যে কোন একটি ছবি সেট করে নিতে পারেন।

প্রিয় পাঠকগণ ঠিক এভাবে করে সঠিক নিয়মে WhatsApp custom wallpaper Add কোরে নিতে হয় বা WhatsApp custom wallpaper Set কোরে নিতে হয় WhatsApp অ্যাপে। আশা করি এ বিষয়ে আপনারা পুরোপুরি ধারণা পেয়ে গেছেন, এতক্ষণ এই পোস্টের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। Thanks for visiting Ftweb24.