IMO big problem solve 2022-ঝামেলা ছারা ইমো ব্যবহার
Hello Everybody কেমন আছেন সবাই?
তো আসাকরি আমাদের এই Postটি যে, যেখান থেকেই দেখছেন প্রত্যেকেই অনেক অনেক ভাল আছেন। তো বন্ধুরা আজ আমরা কথা বোলব imo app নিয়ে। আসাকরি আজকের এই Post এর সম্পর্কে জানতে পারলে আপনাদের অনেক অনেক কাজে আসবে। তো আর দেরি না করে আজকের এই post কেউ মিস করবেন না। আর সম্পূর্ণ পোস্টটি মাথা ঠান্ডা রেখে পড়তে থাকুন। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহারের শুরু থেকে এই এই imo app টাকি ব্যবহার কোরে আসছেন। আমি মনে করি আমরা প্রত্যেকেরই স্মার্টফোন ব্যবহারের শুরু থেকেই ইমু অ্যাপটি ব্যবহার করে আসছি। আমি যদি আপনাদের সাথে আমার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করি তাহলে শুধুমাত্র একটা কথাই বলবো। আমি নিজেও যখনই স্মার্ট ফোন ব্যবহার করা শুরু করি। তখন থেকেই কিন্তু ইমো অ্যাপটি আমি ব্যবহার করা শুরু করি। কারণ আমার কাছে অন্যান্য অ্যাপ এর চেয়েও ইমো অ্যাপটি খুব পছন্দের ছিল। এর কারন আমরা এই ইমো অ্যাপ এর মাধ্যমে অনেক আগে থেকেই দেশ-বিদেশে প্রিয়জনদের সাথে কথাও ভিডিও কল কোরতে পারতাম।
এছাড়াও শুধুমাত্র বিদেশে না বিভিন্ন মানুষের সাথে প্রিয়জনদের সাথে দেশের অনেকের সাথে আমরা কথা বলতে পারতাম ভিডিও অডিও কলের মাধ্যমে কারণ এই সুবিধাটা অনেক আগে থেকেই আমাদের মাঝে এনে দিয়েছিল ইমো কম্পানি। তার জন্য আমরা ইমো কোম্পানি কে অনেক বেসি ধন্যবাদ জানাই। কারণ এই ইমু কোম্পানি আমাদের মাঝে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের সুবিধা দেখিয়েছিল। সে, অনেক দিন আগের কথা। হয়তো ইমো না থাকলে এই ধরনের সুবিধা মানে ভিডিও কল, অডিও কল এত দ্রুত আমরা দেশ থেকে এই সুবিধা করতে পারতাম না। আর পারলেও সেটা অনেক দেরি হতো। কারণ তখনকার সময়ে এখনকার সময়ের মতো imo app এর মতো এতো app ছিলো না। এখন হয়তো এ সময়ে imo মতো আরো হাজারো রকমের app আমাদের মাঝে এসেছে। তবে আমরা এইসব app কেউকেউ ব্যবহার করি। আবার কেউকেউ করি না। কারন আমাদের মাঝে সেই অনেক আগে থেকেই imo app পছন্দের তালিকায়। হয়তো এর জন্য বা শুরু থেকে ইমো অ্যাপ ব্যবহার অভ্যস্ততার কারণে আমরা ইমো ছাড়তে পারছি না। আবার আরও একটা কারণ রয়েছে আমরা যখন নতুন কোন একটা জিনিস ব্যবহার করতে শুরু করি আর সেটা যদি আমাদের ভালো লাগে তাহলে সেটা আমাদের কাছে হয়ে ওঠে প্রপুলার। এখন এক কথায় যদি বলি আমাদের মাঝে পপুলর জেসব জিনিস রয়েছে সেই গুলো জদি আমাদের মাঝে আর কোনো সুজগ নাও দেয় তাহলে ও কিন্তু আমরা সেই জিনিস গুলো কে ব্যবহার কোরতে থাকি। কারন এতে আমরা অভ্যস্ত।
আপনি একটা বিষয় লক্ষ করেন যখন কোন প্রোডাক্ট বাজারে আসে তখন কিন্তু সেই প্রডাক্ট কম্পানি পাবলিককে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। আর যখন সেই প্রোডাক্টটি পপুলার হয়ে ওঠে বা পুরোনো হয়ে যায়। তখন কিন্তু আর সেই প্রোডাক্টে সেরকম সুযোগ-সুবিধা আর থাকেনা। ঠিক একই কাজটি করে আসছে ইমু। কারন আগের ইমো ছিলো সাইজে ছোট। আর এখন কার ইমো অনেক update হয়েগেছে এর সাথে imo তে, অনেক নতুন নতুন অপশন add হয়েছে এতে আমরা কেউ খুসি আবার কেউ অখুসি। কারন imo তে, নতুন জেমন অপসপ add হয়েছে। তেমন কিন্তু ঝামেলাও বেরেছে। সেটা আপনারা বুঝতে পারছেন। জখন imo ব্যবহার করে কাউকে কল দেন তখন কিন্তু বিরক্তকর। এর ঝামেলাটা বাজে। জাকিনা কল রিসিভ ও কল কারতে গেলে অনেক ঝামেলা বাজে। আবার imo তে জখন আপনি ঢুকবেন তখনও কিন্তু একি ঝামেলা বাজে আসাকরি আপনারা বুঝতে পারছেন। বাকিটা Video তে, বলা হয়েছে হয়তো আপনারা Video দেখে আপনারা বাকিটা বুঝতে পারছেন। এখন জদি ঝামেলা ছারা imo ব্যবহার করতে চান তাহলে নিচে থেকে নতুন imo ডাউনলোড করে নিন। তাহলেই হবে, আর কোন ঝামেলা হবে না|
নিচে Download বাটন থেকে নতুন ইমো ইনস্টল করুন । ধন্যবাদ ।
App টি ইনস্টল করতে Download Button এ click করুন এবং 29 সেকেন্ড অপেক্ষা করুন|
Apps information...
Apps Name :- imo
Apps Size :- 49Mb
Apps Download :-10k+
Tags:
mobile apps apk