মোবাইলের লক স্ক্রিনে নিজের নাম লিখে রাখবেন যেভাবে
এই সেটিংস এর জন্য সবার প্রথমে আমরা আমাদের ফোনের সেটিংস অপশনে চলে যাব। পরে স্কিনে সিলেক্ট করব Lock Screen And Wallpaper এই অপশনে ক্লিক করে দিবেন। অথবা সেটিংসের সার্চ বার থেকে খুঁজে নিবেন সেটিংসটি। এরপর স্কিনে আবার সিলেক্ট করবেন Lock Screen Setting এই অপশনটি সিলেক্ট করে ক্লিক করে দিবেন।
এরপর একইভাবে আবারও স্কিনে সিলেক্ট করবেন Add Text On Lock Screen এবং এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার নাম অথবা আপনার প্রিয় মানুষের নাম বা আপনার বা যা ভালো লাগে ওই নামটি বসিয়ে দিতে পারবেন। অথবা একসাথে দুটি নামও বসাতে পারবেন। এভাবে করে আপনি নামটি লিখে দিয়ে সেটিং টি কোরে নিলে আপনার কাজ শেষ।
এরপর Home Screen এ চলে যাবেন। এরপর ফোনের স্কিন অফ করে আবার অন করবেন দেখবেন আপনার নামটি বসে গেছে। তবে সব ফোনের সেটিংস এক রকম না ও হতে পারে। তাই মোবাইল ফোনের সেটিংস থেকে আপনার ফোন থেকে অপশনটি না পেলে খুঁজে নিতে হবে একটু কষ্ট করে, আশা করি আপনাদের বুঝতে কোন সমস্যা হয়নি।
আমাদের এই নতুন অসাধারণ সেটিংটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। এই অসাধারণ সেটিং করে রাখলে Boss বলবে সবাই খুবই আশ্চর্য হয়ে যাবে। এই সেটিংটি আপনারা যে কোন ফোনেই করতে পারবেন। এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যে এই সেটিংসটি করতে আলাদা কোনো অ্যাপ এর প্রয়োজন হয় না। এটি আপনি আপনার স্মার্টফোন দিয়েই করতে পারবেন। তা আবার ফোনের সেটিংস এর মাধ্যমে। বলতে গেলে খুবই অসাধারণ একটি সেটিং।
তবে একটি বিষয় মনে রাখবেন ফোনে সেটিং টি করতে খুব বেশি ঝামেলার কাজ না, তবে বিভিন্ন ফোনে বিভিন্ন ধরনের সেটিংস অপশন থাকে আপনার ফোন থেকে আপনি যদি সঠিক ভাবে খুঁজে নিয়ে সেটিংটা করতে পারেন তাহলে কাজটি আপনার জন্য খুবই সহজ হবে। এছাড়াও আজকের এই পোস্ট মনোযোগ দিয়ে পড়লে কাজটি আপনারা খুব সহজেই করতে পারবেন। প্রিয় পাঠকগণ এতক্ষণ আমাদের পোস্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের পোস্ট পড়ার জন্য আমন্ত্রণ রইল।