মুভি দেখার সেরা অ্যাপ - Movie App
এই পোস্টে আপনাদের সাথে মুভি দেখার দারুন একটি অ্যাপ শেয়ার করেছি। যে অ্যাপ এর মাধ্যমে আপনারা সব ধরনের মুভি কিংবা ওয়েব সিরিজ দেখতে পারবেন। মুভি দেখার অ্যাপটির নাম: Chorki. এই অ্যাপ আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। অ্যাপটি সব ধরনের মোবাইলে সাপোর্ট করে, আপনারা চাইলে এই অ্যাপটি কে অ্যান্ড্রয়েড টিভিতে-ও ব্যবহার করতে পারবেন। এই অ্যাপ দিয়ে মুভি দেখার জন্য প্রথমে আপনাদের এই অ্যাপটি ফোনে ইনস্টল করতে হবে, ইনস্টল করে অ্যাপের সব ধরনের পারমিশন দিয়ে অ্যাপ Open কোরে নিতে হবে। এরপর এই অ্যাপের ভিতরে অবশ্যই আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তা না হলে মুভি দেখা যাবে না! এই অ্যাপের ভিতরে সব ধরনের মুভি, বিভিন্ন ভাষায় আপনারা দেখতে পারবেন। তবে এই অ্যাপের ভিতরে মুভি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রিপশন নিতে হবে, তবে আপনারা মুভি দেখতে পারবেন। এছাড়-ও এই অ্যাপের ভিতরে ফ্রি মুভি দেখতে পারবেন! তবে প্রিমিয়াম মুভি দেখার জন্য অ্যাপের ভিতরে সাবস্ক্রিপশন নিতে হবে! এছাড়া বাদবাকি গুলো ফ্রিতে দেখতে পারবেন।
তাই এই অ্যাপ ব্যবহার করে আপনারা সকরেই মুভি দেখতে পারেন, তাই এখনই ঝটপট আপনাদের ফোনে অ্যাপ টিকে ইন্সটল করুন। উপরে লিংকটি দেয়া আছে।